দুর্গাপুজো শেষ হলেই বড়সড় সংস্কার শুরু হবে দ্বিতীয় হুগলি সেতুতে। আর সেকারণে প্রায় ৬ মাস ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে বিরাট যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনের তরফে ওই রক্ষণাবেক্ষণ করা হবে। ১ নভেম্বর থেকে শুরু হবে কাজ। সেসময় সেতুর দুপাশে দুটি লেন বন্ধ রাখা হবে। বাস ও ছোটো গাড়ি চলাচল করলেও পণ্যবাহী ভারী গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর ফলে পণ্যবাহী গাড়িগুলিকে সেট্রাল অ্য়াভিনিউ ও ভিআইপি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এবং বালি ব্রিজ ব্যবহার করে সেগুলি হাওড়ায় পৌঁছবে। যান নিয়ন্ত্রণ নিয়ে সরকারের শীর্ষ স্তরে একাধিক বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। তারপরেই মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More- মিরাকল, সন্তান জন্মের পর ফের প্রাণ ফিরে পেলেন সিঙ্গুরের যুবতি!
অনুমাণ করা হচ্ছে এই কাজ শেষ হতে প্রায় ৬ মাস সময় লাগবে। এদিকে গাড়ি অন্য রুটে ঘুরিয়ে দেওয়ার ফলে অন্য রুটেও গাড়ির চাপ বাড়বে। ফলে সেখানেও তৈরি হবে যানজট।