ভোট মিটলেও অশান্ত সন্দেশখালি। একাধিক এলাকায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। পুলিশ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁদের বসিরহাট মহকুমার আদালতে তোলা হবে। সন্দেশখালির একাংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে সপ্তম দফার ভোটে সন্দেশখালিতে কেন অশান্তি। এই নিয়ে এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ভোটের আগের রাত উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। ভোটের পরেও সে অশান্তি অব্যবহত। সন্দেশখালির ন্যাজাট থানার বয়ারমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া-সহ একাধিক এলাকায় অশান্তি হয়েছে বলে খবর। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের SI সাগির জামান বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় তাঁর। আপাতত ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
এরপরই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। সড়বেড়িয়া, আগারহাটি, বয়রামারির মতো ১৭ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এই নির্দেশিকা। সন্দেশখালির উপর কড়া নজর রাখছে কমিশন।