হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে(Vande Bharat Express) পাথর হামলার জের। তড়িঘড়ি বাড়ানো হল এই ট্রেনের নিরাপত্তা। মঙ্গলবার একথা জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী(CPRO Eastern Railway)। বিশেষ করে কোচের মধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এবার থেকে সেখানে অতিরিক্ত সংখ্য়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় বহাল করা হবে বলেই খবর। পাশাপাশি, রাজ্যের তরফেও এই ট্রেনের যাত্রাপথে পুলিশি বন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে বলেও এদিন জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ(Eastren Railways)।
মঙ্গলবার হাওড়া-জলপাইগুড়ি (Howrah-Jalpaiguri) রুটের প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় এফআইআর (FIR) দায়ের করা হয়। রেলের অ্যাক্ট অনুযায়ী এই এফআইআর দায়ের করেছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NFR)। রিপোর্ট পাঠানো হয়েছে রেল মন্ত্রককে। এই বন্দে ভারত ট্রেনের সুরক্ষার্থে আর কী কী নিরাপত্তা প্রয়োজন, তাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন- Snowfall in Darjeeling: দার্জিলিংয়ে বন্ধ তুষারপাত, রাজ্যজুড়ে বাড়বে ঠাণ্ডা, হতাশ পর্যটকদের একাংশ
সোমবার হাওড়া-জলপাইগুড়ি রুটের এই প্রিমিয়াম ট্রেনকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয় মালদায়। দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের কাচ ভেঙে যায়। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে কুমারগঞ্জ স্টেশনের কাছে রাজ্যের একমাত্র প্রিমিয়াম ট্রেনকে (Vande Bharat Express) লক্ষ্য করে 'পাথরবৃষ্টি'(Stone is pelting on Vande Bharat) হয় বলে খবর। সোমবার বিকেলের এই হামলায় ক্ষতিগ্রস্থ হয় ট্রেনের সি-১৩ কামরা। পাথরের আঘাতে কামরাটির কাচ ভেঙে যায়। যদিও চালকের দক্ষতায় দ্রুত ঘটনাস্থল পেরিয়ে এসে মালদা স্টেশনে এসে দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)।