বগটুই (Birbhum Violence) গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকাল থেকেই নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল রামপুরহাট (Rampurhat)। সকাল থেকে প্রস্তুত পুলিশের বিভিন্ন ফোর্স। গতকাল হাইকোর্টের নির্দেশের পর এদিন বগটুই গ্রামে লাগানো হল সিসি ক্যামেরা।
বুধবার রাতেই বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকরা গ্রাম পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে চালানো হচ্ছে বিশেষ নজরদারি।
আরও পড়ুন: রাজনীতির ভরকেন্দ্রে 'অখ্যাত' বগটুই, বীরভূমে আজ মুখ্যমন্ত্রী, অধীর, বিজেপির প্রতিনিধি দল
বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে রামপুরহাটের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, "দোষীরা কেউ ছাড়া পাবে না ৷ সঙ্গে সঙ্গে ওসিকে ক্লোজ করা হয়েছে, এসডিপিওকে সরানো হয়েছে ৷ সিট গঠন করা হয়েছে ৷ ফিরহাদ হাকিমকে পাঠিয়েছি ৷ অন্তত ৫০ বার ফোন করেছি রামপুরহাটে৷" মুখ্যমন্ত্রী রামপুরহাট যাওয়ার ঘোষণা করার পরই নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।