বৃহস্পতিবার জানা গিয়েছিল, কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল। শুক্রবার এল আর এক গুরুত্বপূর্ণ পুলিশকর্তা রাজীব কুমারের (Rajiv Kumar) পদোন্নতির খবর।
রাজীব কুমারেকে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Poluce) ডিজি পদমর্যাদায় উত্তীর্ণ করা হয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব বর্তমানে অতিরিক্ত ডিজি পদে রয়েছেন। তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন।
FAKE Raw Officer arrested: ভুয়ো RAW অফিসারের পরিচয়, এক ব্যক্তিকে গ্রেফতার পুলিশের
ডিজি পদমর্যাদা দেওয়া হলেও আইপিএস অফিসার রাজীবকে নতুন কোনও দায়িত্ব দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজীবের পাশাপাশি শুক্রবার পাঁচ জন ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসারকে আইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতীম সরকারকে আইজি পদ থেকে এডিজি পদমর্যাদায় উত্তীর্ণ করা হয়েছে।