প্রয়াত রাজ্যের মন্ত্রী ও উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। রবিবার সকালে দীর্ঘ রোগভোগের পর মুম্বইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। সাধন পাণ্ডের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাধনবাবু ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সাধন পাণ্ডে (Sadhan Pandey)। গত বছর থেকেই অসুস্থ ছিলেন তিনি। সঙ্কটজনক অবস্থায় দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। সম্প্রতি সাধনবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বস্তুত, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত দীর্ঘদিন আর রাজনীতির ময়দানে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন:Anis Khan: আনিস হত্যায় 'ষড়যন্ত্র' দেখছেন ফিরহাদ, সরকারকে আক্রমণ সেলিম, শুভেন্দুর
১৯৮৫ সালে তৎকালীন বড়তলা বিধানসভা আসন থেকে জিতে বিধায়ক হন তিনি। তারপর থেকে উত্তর কলকাতার রাজনীতিতে তাঁর ছিল বিশিষ্ট ভূমিকা। পরে জিততেন মানিকতলা থেকে। একদা ছাত্র পরিষদ নেতা সাধন পাণ্ডের মৃত্যুতে উত্তর কলকাতার অবামপন্থী রাজনৈতিক পরিসর অনেকখানি শূন্য হল।