বাইসনের গুঁতোয় গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের হাসিমারা অঞ্চলে। মঙ্গলবার সকালে হঠাতই এক ব্যক্তির উপর চড়াও হয় একটি বাইসন। প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায়, সেই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে।
জানা গিয়েছে, ওই বাইসনটি জলদাপাড়া জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল। লোকালয়ে বাইসনের কয়েক মিনিটের তাণ্ডবের কার্যত এলাকাবাসী ভয়ে কাঁটা হয়ে যায়। আহত ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে।
Bhupatinagar News : ভূপতিনগরে 'হামলা', কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA
বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাইশনটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন, এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে।