দেশ জুড়ে যখন কুর্সি দখলের লড়াইয়ে মরিয়া সমস্ত রাজনৈতিক দল, তখনই ভরদুপুরে খোয়া গেল কুর্সি। ব্যাপারটা খোলসা করা যাক। হাইভোল্টেজ বাঁকুড়া কেন্দ্রে যখন প্রচারে সমস্ত দলের প্রার্থীরা, তখনই শহরের জনবহুল এলাকায় থাকা তৃণমূল ও বিজেপির পার্টি অফিস থেকে বেশ কিছু চেয়ার নিয়ে চম্পট দিল চোর। চোর কিন্তু এই ক্ষেত্রে দুই দলের মধ্যে বাছ-বিচার করেনি।
দলীয় কার্যালয় থেকে প্রকাশ্য দিবালোকে চেয়ার তুলে রিকশা চড়ে ভাবলেশহীন ভঙ্গিতে চলে যাচ্ছে চোর, এই ছবি দেখা গিয়েছে পার্শ্ববর্তী দোকানের সিসিটিভি ফুটেজে।
Sandeshkhali News : সন্দেশখালিতে 'আক্রান্ত' পুলিশ, অভিযোগে আটক তিন
বিজেপির দাবি, এই সময় কার্যালয়ে কর্মী সমর্থকদের আনাগোনা লেগেই রয়েছে। সোমবার, কিছু সময়ের জন্য বাড়িতে খেতে গিয়েছিলেন কর্মীরা। তখনই চুরি যায় চেয়ার। এরপর তৃণমূলের একটি কার্যালয়েও একই ঘটনা ঘটে। দলীয় কার্যালয়ে এমন চুরির ঘটনায় ওই এলাকার কাউন্সিলর বাঁকুড়া সদর থানার দ্বারস্থ হয়েছেন।