ছুটির সন্ধেতে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা । জানা গিয়েছে, দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সর্বত্র কম্পন অনুভূত হয়েছে। সন্ধে ৬,১৬ নাগাদ প্রথমে ঝাঁকুনি এবং পরে মৃদু কাঁপুনি অনুভূত হয়। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলখুচি— সব জায়গাতে কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেঘালয়ের রেসু বেলপাড়ায় ভূমিকম্পের উৎসস্থল।
WB Flood Alert: পুজোর আগে চার জেলায় বন্যার আশঙ্কা, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি নবান্নর
যদিও এখনো অবধি এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজ্যের বাইরে অসম, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চিনে বিভিন্ন মাত্রায় ভুমিকম্প হয়েছে।