বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক যাত্রী। স্থানীয় সূত্রে তিন জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। তবে মৃত্যুর কথা এখনও স্বীকার করেনি পূর্ব রেল। যুদ্ধকালীন তৎপরতায় আরপিএফ এবং দমকল চালাচ্ছে উদ্ধারকাজ। কী কারণে এত বড় ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ১৫ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি ভেঙে নিচে পড়ে গিয়েছে।
Shantinikatan Poush Mela: পূর্বপল্লির মাঠেই হচ্ছে পৌষ মেলা, শুরু হল প্রস্তুতি
জানা গিয়েছে ২ ও ৩ নম্বর স্টেশনের মাঝে ওই বিশালাকার ট্যাঙ্কটি ছিল, হঠাতই তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। নিচে থাকা একাধিক যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ। জানা যায়, ট্যাঙ্কের নিচে একটি শেড ছিল. সেখানে যাত্রীদের ঠাসাঠাসি ভিড়, হঠাৎ তার উপর ভেঙে পড়ে ট্যাঙ্ক। আর তাতেই বিপত্তি।