ভরা পর্যটন মরশুমে বাতিল উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন। আগামী কিছুদিন শিয়ালদহ থেকে চলবে না কাঞ্চনকন্যা এক্সপ্রেসও। এর জেরে মাথায় হাত পর্যটকদের। উত্তরবঙ্গ সড়ক পরিবহণ নিগম এই কদিন অতিরিক্ত বাস চালাবে।
রেলসূত্রে জানা গিয়েছে, ১০-২১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গগামী ট্রেন বন্ধ থাকবে। রামপুরহাট শাখায় চাতরা থেকে মুরারই পর্যন্ত থার্ড রেলের কাজ চলছে। এর দেরে ৫টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া-গয়া এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদা-ইন্টারসিটি এক্সপ্রেসও। বাতিল হয়েছে ১৪টি মেমু ট্রেনও। ২০টি দূরপাল্লার ট্রেন ব্যান্ডেল-কাটোয়া-নিউ ফারাক্কা রুটে চালানো হচ্ছে।