পাওয়ার ব্লকিংয়ের কাজ। রবিবার হাওড়া মেন ও কর্ড লাইনে বাতিল বেশ কয়েকটি লোকাল ট্রেন। সেপ্টেম্বরের প্রথম রবিবার, পুজোর মার্কেটিংয়ে বেরিয়ে নাকাল যাত্রীরা।
পূর্ব রেল সূত্রে খবর, রবিবার সকাল থেকেই হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া নৈহাটি শাখার একাধিক ট্রেন দেরি করে ছেড়েছে। অফিসের চাপ না থাকলেও, ছুটির দিন কলকাতায় মার্কেটিং করতে আসেন অনেকেই। ব্যবসায়ীরাও নিজেদের প্রয়োজনে শহরে আসেন। তাই সংস্কারের জেরে বিপদে পড়েন একাধিক নিত্যযাত্রী।
আরও পড়ুন: চমকহীন বিশ্বকাপে ভারতীয় দল, সরকারি ঘোষণা সোমবার
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রেললাইন, সিগন্যাল ও ওভারহেড ইলেকট্রিফিকেশনের পর্যায়ক্রমিক কাজ হচ্ছে। ভবিষ্যতে সুষ্ঠু পরিষেবার জন্য এই সংস্কার করা হচ্ছে।