মাসের শুরুতেই যাত্রী ভোগান্তি । শিয়ালদহ মেইন শাখায় বাতিল করা হয়েছে বহু ট্রেন । জানা গিয়েছে, দমদম স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী চারদিন পরিষেবা ব্যহত হবে । সেকারণেই শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ।
রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে । সেকারণে শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ- দত্তপুকুর, শিয়ালদহ বর্ধমান, শিয়ালদহ কাটোয়া লাইনে বহু লোকাল ট্রেন বাতিল থাকবে । এছাড়া, বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে ।
শিয়ালদহ শাখায় বাতিল থাকবে বনগাঁ, হাবড়া, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট,রানাঘাট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙা, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর, ব্যারাকপুর আপ ও ডাউন
শিয়ালদহ থেকে বাতিল দত্তপুকুর, নৈহাটি, ব্যারাকপুর, বর্ধমান, কাটোয়া, রানাঘাট, হাসনাবাদ, হাবড়া, ডানকুনি, গোবরডাঙা আপ ও ডাউন ।
শনিবার বাতিল শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস ।
রবিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-সিউড়ি মেমু