ফের ট্রেন বাতিল (Local Train Cancelled) হাওড়া শাখায়। শনি-রবিবার ডায়মন্ড হারবার-বনগাঁ শাখায় বেশ কিছু ট্রেনের গতিবিধি বদল হচ্ছে। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।
শনি-রবিবার নিত্যযাত্রীদের ভিড় কম থাকলেও যাত্রীদের ভোগান্তির জন্য আগাম দুঃখপ্রকাশও করেছে রেল কর্তৃপক্ষ।
রবিবার বাতিল থাকছে যে সব ট্রেন
হাওড়া থেকে 36825, 36827, বর্ধমান থেকে 36842, 36844, ব্যান্ডেল থেকে 37536, 37538, নৈহাটি থেকে 37535, 37537 নম্বরের লোকাল বাতিল রয়েছে।
অন্যদিকে শনি রবিবার রুট বদলাচ্ছে শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালে। ডায়মন্ড হারবারের পরিবর্তে মগরাহাট পর্যন্ত যাবে ট্রেনটি।