সুড়ঙ্গে নির্মাণকাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। কাশ্মীরের(Kashmir Accident) রামবান এলাকায় সুড়ঙ্গের(Ramban Tunnel Collapsed) কাজ চলার সময় একটি অংশ ভেঙে পড়ে। ভেতরে একাধিক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। আটকে রয়েছে কমপক্ষ ৯ থেকে ১২ জন। আহতদের মধ্যে ৫ জন বাঙালি বলেও জানা গেছে। আহত হয়েছেন ৪ জন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয় কাশ্মীরের রামবান(Ramban tunnel Collapsed) জেলার মাকেরকোট অঞ্চলে। রাতেই কাজ চলতে চলতে ভেঙে পড়ে সুড়ঙ্গের একাংশ। সুড়ঙ্গের ভেতর আটকে পড়েন একাধিক শ্রমিক। দুর্ঘটনার খবর পেতেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়।
স্থানীয় সুত্রে খবর, রাত ১০টা ১৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাত ১২টা থেকে শুরু হয় উদ্ধারকাজ। সকাল থেকেই আবার জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ(Rescue Work)। সুড়ঙ্গের মুখে বড় বড় বোল্ডার থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।
নিখোঁজ বাঙালি শ্রমিকরা হলেন যাদব রায়, গৌতম রায়, সুবীর রায়, দীপক রায়, পরিমল রায়। এছাড়াও অসম, নেপাল, এবং জম্মু-কাশ্মীরের(Jammu-Kashmir) একাধিক শ্রমিকেরও খোঁজ মেলেনি।