আগামী ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। প্রতি বছরই অসংখ্য মানুষ প্রাণ হারান এই মারণব্যাধিতে। HIV/AIDS নিয়ে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছরই বিশ্ব এইডস দিবসে নানাবিধ কর্মসূচি পালন করা হয় বিশ্বজুড়ে। তবে কেবল স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকরাই নন, এইডস সচেতনা গড়ে তুলতে সোচ্চার যৌনকর্মীরাও।
বিশ্ব এইডস দিবসের প্রাক্কালে পথে নামলেন পশ্চিমবঙ্গের যৌনকর্মীরা। শিলিগুড়িতে মিছিল করলেন তাঁরা। পায়ে পা মিলিয়ে তাঁরা বার্তা দিলেন এই মারণব্যাধির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার।
HIV/AIDS-এ মৃতদের স্মরণে শিলিগুড়িতে যৌনকর্মীদের এই মিছিল নজর কেড়েছে৷ মিছিল থেকে এইডস-সহ বিভিন্ন যৌনরোগ সম্পর্কে সচেতনতার বার্তা দিয়েছেন যৌনকর্মীরা।