আমতার বাসিন্দা আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University)ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবিতে মঙ্গলবার ইনসাফ সভার ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন। এই সভার জন্য এখনও পুলিশি অনুমতি মেলেনি। অনুমতি না মিললেও সভা যে ভিক্টোরিয়া হাউসের সামনেই হবে তা আগেই সাফ জানিয়েছিলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য বামছাত্র যুবরা।
সেই মতোই জেলায় জেলায় ঘুরে মিছিল, সভা করছে বাম ছাত্র সংগঠন। ইনসাফ সভার জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সোমবার থেকেই। আজ হাওড়ার আমতা অর্থাৎ আনিস খানের বাড়ি থেকে শুরু হবে মহামিছিল। হেঁটে যে মিছিল আসবে কলকাতায়। মঙ্গলবার ধর্মতলা সমাবেশে এই পদযাত্রা শেষ হবে।
ছাত্রনেতা আনিস খান (Anish Khan) খুনের ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে উত্তাল হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। আনিসের মৃত্যুর বিচার চেয়ে একাধিকবার পথে নেমেছেন যাদবপুর-প্রেসিডেন্সি-কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। কিন্তু প্রায় সাত মাস পেরিয়ে গেলেও দোষীরা এখনও শাস্তি পায়নি। তাই আনিসের হত্যাকারীদের শাস্তির দাবি এবং রাজ্যজুড়ে ঘটে চলা একাধিক দুর্নীতি সহ চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া ও তার প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে ডিওয়াইএফআই, এসএফআই নেতৃত্ব।