এবার উত্তেজনা ছড়াল বিধাননগর নর্থ থানায়। বিনা বিচারে বাম নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে থানার ভেতরে-বাইরে শুরু হয় বিক্ষোভ। এরপরেই সেখানে যান বামেদের দুই আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং সায়ন বন্দোপাধ্যায়। এসে পৌঁছান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। থানার বাইরে শুরু হয় বামেদের বিক্ষোভ সভা।
জানা গিয়েছে, করুণময়ীর বিক্ষোভস্থল থেকে বেশকিছু বাম নেতা-কর্মীকে আটক করে আনা হয় বিধাননগর নর্থ থানায়। বামেদের অভিযোগ, আটক করার আগে ও পরে তাঁদের কারণ জানাতে অস্বীকার করে পুলিশ। আটক করা হয় মধুজা সেন রায়, যুব নেতা সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব নবনীতা চক্রবর্তী, পলাশ দাস সহ এসএফআই-ডিওয়াইএফআইয়ের একাধিক নেতৃত্বকে।
আরও পড়ুন- SFI-DYFI on TET Protest: করুণাময়ীতে খণ্ডযুদ্ধ, টেট উত্তীর্ণদের জন্য রাস্তায় নেমে আটক বাম ছাত্র-যুবরা
উল্লেখ্য, শুক্রবার সকালে মিছিল করে করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে এপিসি ভবনের দিকে এগোতে শুরু করেন বাম ছাত্র-যুবরা। সেই সময় আচমকাই পুলিশি ধরপাকড় শুরু হয় বলে অভিযোগ। যুব নেতৃত্ব ইন্দ্রজিৎ ঘোষ, পলাশ দাস, মধুজা সেন রায়কে আটক করা হয়। ফের সিটি সেন্টারের সামনে বাম ছাত্র-যুবরা জমায়েত শুরু করতেই পুলিশের সঙ্গে বচসা বাধে। এরপরেই টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়-ধ্রুবজ্যোতি সাহা-কলতান দাশগুপ্ত-ময়ূখ বিশ্বাসদের।