ভারতের ছাত্র ফেডারেশনে মুখ বদল। মালদহে রাজ্য সম্মলেন থেকে নতুন সম্পাদক হলেন কলকাতা জেলার দেবাঞ্জন দে। তবে ভোর রাত পর্যন্ত চলা এই সম্মেলনে চমক সভাপতি পদে। এই প্রথম উত্তরবঙ্গ থেকে এসএফআই সভাপতি হলেন কোচবিহারের প্রণয় কার্যী। এসএফআইয়ের রাজ্য কমিটির মুখপত্রের সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বীরভূমের নেতা সৌভিক দাসবক্সীকে।
বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল, এবার লোকসভা নির্বাচনের আগে মুখ বদল হতে চলেছে ভারতীয় ছাত্র ফেডারেশনের অন্দরে। মালদহে রাজ্য সম্মেলনে তাতেই সিলমোহর বসালো সিপিএম। এই রাজ্য সম্মেলনে হাজির ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
রাজনৈতিক মহলের খবর, বিদায়ী দুই নেতা সৃজন ভট্টাচার্য এবং প্রতীক-উর রহমানকে এবার অন্যকাজে লাগাতে চায় আলিমুদ্দিন। তবে, নতুন নেতা নির্বাচনেও বিভেদ ছিল বলেই দাবি রাজনৈতিক মহলের। নতুন মুখ হিসাবে অনেকেই চেয়েছিলেন পূর্ব বর্ধমানের ছাত্র নেতা অনিবার্ণ রায়চৌধুরীকে। কিন্তু মালদহ থেকে উত্তর ও দক্ষিণের সেতুবন্ধন করলেন বামেরা।