সংগঠনের শীর্ষ পদে বদল আনতে চাইছে SFI। সম্প্রতি ফ্র্যাকশন কমিটির বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সভাপতি প্রতীক উর রহমান। তাঁরাও পদ ছেড়ে দিতে চান। মূলত নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দিতেই এই ভাবনার কথা জানানো হয়েছে।
সি পি এমের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে ছাত্র সংগঠন দেখভালের দায়িত্বে রয়েছেন সুজন চক্রবর্তী। ফ্রাকশন বৈঠকে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তীও। দলীয় সূত্রে খবর, বৈঠকে সুজন চক্রবর্তীর সামনেই পদ ছাড়ার বিষয়ে জানিয়ে দেন সৃজন এবং প্রতীক। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই ওই রদবদল সেরে ফেলতে চাইছে সংগঠন।
প্রতীক এবং সৃজন দুজনেই সিপিএমের কোর কমিটির সদস্য। বাম ছাত্র যুব সংগঠনে প্রতি দুবছর অন্তর নেতৃত্ব বদল করা হয়। আগামী সেপ্টেম্বরে বর্তমান রাজ্য কমিটির মেয়াদ শেষ হলেও পুজোর জন্য সম্মেলন করা হবে না। পরিবর্তে জানুয়ারিতে ওই সম্মেলন করার কথা ঠিক হয়েছে।
Read More- ছবিতে দেখেছি, বলেই মোদীকে ভালবাসার ঝাপ্পি এক খুদের
যদিও সৃজন এবং প্রতীক দায়িত্ব ছাড়লেও নতুন দায়িত্বে কারা আসবেন তা নিয়ে স্পষ্ট করে কোনও নাম উঠে আসেনি। তবে কলকাতা জেলার SFI সভাপতি দেবাঞ্জন দে-র নাম তালিকার উপরে রয়েছে।