সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহান শেখের চোখ জল। গত ২৯ ফেব্রুয়ারি গ্রেফতারের পর শাহজাহানের শরীরী ভাষা নিয়ে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এবার যেন অন্য শাহজাহানকে দেখা গেল। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতের প্রিজন ভ্যানে 'সন্দেশখালির বাঘ'-এর চোখের কোণে দেখা গেল জল। বদলে গিয়েছে শরীরী ভাষা। আক্রমণাত্মক ভাবও নেই।
সন্দেশখালি কাণ্ডে শাহজাহান শেখ, তাঁর ভাই আলমগির-সহ মোট ১২জনকে মঙ্গলবার হাজির করানো হয় বসিরহাট মহকুমা আদালতে। আদালত সূত্রে জানা গিয়েছে, ফের ৭ মে শাহজাহানদের আদালতে পেশ করা হবে। এদিন শাহজাহানকে দেখতে বসিরহাট মহকুমা আদালতে হাজির ছিলেন শাহজাহানের স্ত্রী, মেয়ে-সহ আত্মীয় পরিজনরা। লক আপ থেকে থেকে শাহজাহান-সহ অন্যদের প্রিজন ভ্যানে তোলার সময় বাবাকে ডাকে তাঁর মেয়ে। হাত নেড়ে মেয়েকে আশ্বস্ত করেন শাহজাহান। এর পরই প্রিজন ভ্যানে উঠতেই স্ত্রীর কান্না। তা দেখে নিজের কান্না ধরে রাখতে পারেননি সন্দেশখালির দাপুটে নেতা।
সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা। অভিযোগ দায়ের হওয়ার ৫৫ দিন পর মিনাখাঁ থেকে শাহজাহান শেখকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপরেও কেটে গিয়েছে প্রায় ২ মাস। পুলিশের হেফাজত থেকে সিবিআই হয়ে ফের ইডির হেফাজতে শাহজাহান শেখ।