বুধবার রাত থেকে শুক্রবার সকাল। প্রায় দেড়দিন সিবিআই হেফাজতে কাটিয়ে ফেলেছেন শাহজাহান। কিন্তু থাকতে হবে আরও। রবিবার হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করে সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত আরও ৪ দিনের মেয়াদ মঞ্জুর করার পরেই ক্ষোভে ফেটে পড়লেন শাহজাহানের মেয়ে।
রবিবার সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহানকে নিয়েই যখন সিবিআই আদালতে, তখন উপস্থিত ছিলেন আইনজীবী এবং কন্যা শাবানা ইয়াসমিনও। সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন, তাঁর ‘বাবাকে ফাঁসানো হয়েছে, বাবা নির্দোষ’।
যদিও কে ফাঁসাচ্ছে তাঁর কোনও উত্তর দেননি শাবানা। শাহজাহান কন্যা জানালেন, ‘‘সত্যিটা খুব শিগগিরই বেরিয়ে আসবে। তদন্ত হলেই সব জানা যাবে।’’
Hooghly TMC Candidate: হুগলিতে বিজেপি নেত্রী লকেটের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী 'দিদি নং ওয়ান' রচনা
উল্লেখ্য, একাধিকবার তাঁকে জেরা করছে সিবিআই। জেরায় উঠে আসে, ৫ জানুয়ারি, ইডির উপর হামলার সময় কী করছিলেন দাপুটে তৃণমূল নেতা। সিবিআই সূত্রে খবর, জেরায় তিনি বলেছেন, গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় আর সন্দেশখালিতে নিজের বাড়িমুখো হননি।