দুর্ঘটনার পর ১৪ ঘণ্টা কেটে গেলেও এখনও স্বাভাবিক হল না হাওড়া-বর্ধমান লাইনে রেল পরিষেবা। বুধবার রাতে লাইনচ্যুত হয়ে যাওয়া লোকাল ট্রেনের বগি দু’টিকে লাইন থেকে সরানোর কাজ চলছে। বুধবার রাত থেকেই দুর্ভোগ চলছে যাত্রীদের। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দুর্ঘটনার প্রভাব পড়েছে ব্যান্ডেল-হাওড়া মেন লাইনেও।
বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত লোকাল ট্রেনের বগি দু’টিকে সরানোর কাজ শুরু হয়েছে। মালগাড়ির বগিগুলিকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার মেন লাইনে হাওড়ার দিকে যাওয়ার ট্রেন ছাড়ছে মেমারি থেকে। মশাগ্রাম থেকে কর্ড লাইনের ট্রেন ছাড়ছে। দূরপাল্লার ট্রেনগুলিকেও অন্য রেলপথ দিয়ে পার করানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদেদ দাবি, বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং ব্যান্ডেলমুখী লোকাল ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরেই লাইনচ্যুত হয় লোকাল ট্রেনের দু’টি কামরা। যদিও মালগাড়ির সঙ্গে সংঘর্ষের এই বিষয়টি মেনে নেয়নি রেল।
রেল জানিয়েছে, বুধবার রাত ৯টা ১৬ নাগাদ বর্ধমান থেকে ব্যান্ডেল যাচ্ছিল একটি লোকাল ট্রেন। শক্তিগড় স্টেশনে ঢোকার মুখেই ট্রেনটির সামনের দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই একটি ব্রেক ডাউন ভ্যান পাঠানো হয়েছে। লাইনচ্যুত হওয়া ট্রেনটিকে সোজা করা এবং লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও। আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। খুব শিগগিরপরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।