গ্রেফতারির পর শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হল শঙ্কর আঢ্যকে। উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর- আঢ্যের মুখে ছিল মাস্ক। পরনে ছিল জ্যাকেট এবং ট্রাউজার্স।
এদিন হাসপাতালে যাওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে গাড়িতে ওঠেন শঙ্কর। গ্রেফতারির পর শঙ্করের মেয়ে অভিযোগ করেছেন, তাঁর বাবাকে ফাঁসানো হচ্ছে। তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন খোদ তৃণমূল নেতা শঙ্কর আঢ্যও।
আরও পড়ুন - টানা ১৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য
শুক্রবার সকাল সাড়ে ৭ টা নাগাদ শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ-তল্লাশি। ১৭ ঘণ্টা পর শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই রেশন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।