শান্তিনিকেতন পূর্বপল্লির মাঠেই পৌষ মেলা হওয়ার অনুমতি মিলেছে। বিশ্বভারতীর (Visva Bharati University) অধিকাংশ শর্ত মেনে নেওয়ায় ওই মাঠে মেলা করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর দায়িত্বে থাকবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বিশ্বভারতীর পূর্বপল্লীর পৌষ মেলার মাঠ পরিষ্কারের কাজ শুরু করল জেলা প্রশাসন। এদিন JCB দিয়ে মাঠের ময়লা পরিষ্কার করা হয়।
Leopard At Nasik Hospital: হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো
উল্লেখ্য, বিগত তিন বছর শান্তিনিকেতনে পৌষমেলা হয়নি। কিন্তু এবার সেই মেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। যদিও গত সপ্তাহে কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠকের পর বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয় ওই মেলা করা সম্ভব নয়। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিনে ফের বৈঠক হয়। সেখানে মেলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।