২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিরোধীদের 'প্রধানমন্ত্রীর মুখ' এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'গেমচেঞ্জার' বললেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। জানালেন, বিরোধীদের হয়ে কে প্রধানমন্ত্রী হবেন। এটা নিয়ে ভাবার থেকেও বেশি প্রয়োজন, কার প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন একেবারেই কাম্য নয়। ৪ বছর আগে বিজেপি ছেড়েই তৃণমূলে যোগ দেন তিনি।
বৃহস্পতিবার শত্রুঘ্ন সিনহা জানান, মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক ক্ষমতার প্রমাণ দিয়েছেন মমতা। লোকসভা নির্বাচনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, "বোঝাই যাচ্ছে, আমার বন্ধুর আচ্ছে দিন শেষ হয়ে গিয়েছে।"
বিজেপিকে খোঁচা দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, "বিজেপি এখন ওয়ান ম্যান শো আর্মি। যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারে, তা হলে তেজস্বীকে নিয়ে সমস্যা কোথায়। যিনিই জনতার সমর্থন পাবেন, রাজনীতিতে তাঁরই উত্থান হবে।"