আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের (Ballygunge) জন্য মনোনয়নপত্র জনা দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) এবং বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রীতিমতো উৎসবের মেজাজে মনোনয়নপত্র জমা দিলেন তাঁরা।
আসানসোলে মনোনয়নপত্র (Asansol-Shatrughan Sinha) জমা দিতে হুড খোলা জিপে রওনা দেন প্রবীণ অভিনেতা তথা লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে গোটা শহরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। শত্রুঘ্নর সঙ্গে ছিলেন দলের লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোলে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল। দল বদলে তিনি এখন তৃণমূলে।
আরও পড়ুন : Shatrughan Sinha: আসানসোলে শত্রুঘ্ন সিনহা, সোমবার মনোনয়ন জমা দিয়ে শুরু উপনির্বাচনের প্রচার
সোমবারই মনোনয়ন জমা দিলেন বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সকাল সাড়ে দশটায় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বাবুল। তার আগে তিনি বলেন, ''আমি অত্যন্ত আনন্দিত। যে সময় দলনেত্রী বলেছিলেন মনোনয়ন জমা দিতে, সেই সময়ই মনোনয়ন জমা দিচ্ছি। কোভিড বিধির জন্য স্ত্রী, সন্তানকে আনতে পারিনি। খারাপ লাগছে। কিন্তু আমি কখনও কোভিড বিধি ভাঙিনি। নেত্রী আজকেই মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজই দিলাম।''