শুক্রবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। ইসকন, মাহেশ, মহিষাদল, আসানসোল- সব জায়গাতেই কোভিড অতিমারির জন্য ২ বছর বন্ধ থাকার পর রথযাত্রা পালন করা নিয়ে এবার সাজ-সাজ রব। শুক্রবার আসানসোলের ইসকন মন্দিরের উদ্যোগে বুধায় রথযাত্রা উৎসব পালন করা হয়েছে।এদিন বুধা ময়দান থেকে রথ টানা শুরু হয়।
সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি প্রমুখ। এদিন বুধা ময়দান থেকে রথ যাত্রা শুরু করে গোটা শহর পরিক্রমা করে।
পরে সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার বাংলায় বলেন, "আসানসোল হল সম্প্রীতির শহর। ভাইচারার শহর। সম্ভাবনার শহর। এখানে মলয় ঘটক, অমরনাথজি'রা আমাকে রাস্তা দেখিয়েছেন। এখানে আজ আমি প্রার্থনা করতে এসেছি। সবাই ভালো থাক। অসাম্প্রদায়িক থাক। ভেদাভেদ করো না"