১২ এপ্রিল আসানসোলে উপনির্বাচন (Asansol By-Poll)। রবিবার রাতেই আসানসোলে পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। সোমবার মনোনয়ন জমা দিয়ে শুরু করে দেবেন প্রচার।
রবিবার রাতে অন্ডাল বিমানবন্দরে নামেন শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। আসানসোলে আগামী ২-৩ সপ্তাহ উপনির্বাচনের প্রচার করবেন তিনি। রবিবার রাতে অভিনেতাকে দেখতে ভিড় উপচে পড়ে বিমানবন্দরে।
আরও পড়ুন: দিল্লিতে অভিষেক, আজ হাজিরা দিতে পারেন ইডির দফতরে
তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলের বিজেপির সাংসদ পদ ছেড়ে দেন বাবুল সুপ্রিয়। এবার সেই আসন থেকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াত হওয়ার পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা, দুই কেন্দ্রেই ভোট ১২ এপ্রিল।