রাজ্যপালকে(Governor of West Bengal) টুইটারে ব্লক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। সোমবার সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি।
সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, "আমি রাজ্যপালকে টুইটারে(Twitter) ব্লক করে দিয়েছি। ব্লক করতে বাধ্য হয়েছি।" এর পাশাপাশি তিনি বলেন, "ওঁর(রাজ্যপাল) কাছে বহু ফাইল, অনেক বিল আটকে রয়েছে। ওঁর সঙ্গে গিয়ে আমি দেখা করেছি, কথা বলেছি। কিন্তু কোনও লাভ হয়নি।
আরও পড়ুন- School reopens in Bengal: ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
সোমবার মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(PM Narendra Modi) এ বিষয়ে তিনি জানিয়েছেন কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) বিরুদ্ধে মমতার আরও অভিযোগ, রাজ্য সরকারের বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিক, পুলিশের ডিজি, এসপি, জেলাশাসকদের ভয় দেখাচ্ছেন রাজ্যপাল(Governor of West Bengal)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) সাংবাদিক বৈঠকের পরই টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। সেখানে তিনি লেখেন, সাংবিধানিক নিয়ম-নীতিকে কেউ ‘ব্লক’ করতে পারেন না। রাতে ফের টুইট ধনখড়ের। এবার পিছু হটে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রী মমতা সম্পর্কে শ্রদ্ধা অটুট।
উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিষয়ে লোকসভায়(Loksabha) তৃণমূলের নেতা সুদীপ বন্দোপাধ্যায়(Sudip Banerjee) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind) কাছে নালিশ করেছেন।