ইডির উপর হামলা অনুগামীদের। সেই সময় কী করছিলেন শেখ শাহজাহান। সিবিআই জেরায় শাহজাহান কবুল করেছেন, ইডির হানার খবর শুনে তিনি নিজেই ভয় পেয়েছিলেন। গ্রেফতার হওয়ার আশঙ্কায় আর বাড়িতেই ফেরেননি।
বুধবার রাত থেকে শুক্রবার সকাল। প্রায় দেড়দিন সিবিআই হেফাজতে কাটিয়ে ফেলেছেন শাহজাহান। একাধিকবার তাঁকে জেরা করছে সিবিআই। জেরায় উঠে আসে, ৫ জানুয়ারি, ইডির উপর হামলার সময় কী করছিলেন দাপুটে তৃণমূল নেতা। সিবিআই সূত্রে খবর, জেরায় তিনি বলেছেন, গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় আর সন্দেশখালিতে নিজের বাড়িমুখো হননি।
গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে প্রথম যান ইডির তদন্তকারীরা। কিন্তু বাড়িতে ঢোকার চেষ্টাও করেন। তদন্তকারীদের দাবি, মোবাইল লোকেশন দেখে জানতে পারেন, শাহজাহান বাড়িতেই ছিলেন। কিন্তু ইডির অভিযোগ অস্বীকার করেন শাহজাহান। সিবিআই জেরায় শাহজাহান জানিয়েছেন, তিনি ওই দিন বাড়ি ছিলেন না। সেদিন প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন বলে দাবি শাহজাহানের। ইডি হানার খবর পেয়ে আর বাড়ি ফেরেননি তিনি।