সন্দেশখালির ঘটনায় গ্রেফতার শেখ শাহজাহানের ১০ দিনের পুলিশ হেফাজত। বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। শাহজাহানকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে অনুরোধ করেছিলেন পুলিশের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।
রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা শাহজাহানকে। ৫৬ দিনের মাথায় ফের শাহজাহানকে দেখা গেল। সাদা পোশাকে আদালতের মধ্যে হেঁটে এসে এজলাসে ঢুকলেন তৃণমূল নেতা।
বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। তার পর বৃহস্পতিবার সকালে তাঁকে সোজা নিয়ে আসা হয় বসিরহাট মহকুমা আদালতের লকআপে। সেখানেই কিছু ক্ষণ রাখা হয়েছিল শাহজাহানকে। বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। আদালত তাঁকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।