বার্তা হয়তো পৌঁচ্ছে গেল সন্দেশখালিতে। সপ্তাহের শুরুর দিনেই উত্তর ২৪ পরগনা জেলাপরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের পদ থেকে কার্যত সরিয়ে দেওয়া হল ইডির উপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তাঁর কাজ এবার নিজের কাঁধেই তুলে নিয়েছেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। যদিও শেখ শাহজাহানকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। জেলা সভাধিপতি জানিয়েছেন, পরিষেবা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
গত শুক্রবার সরবেড়িয়ার ঘটনার পর থেকে কার্যত ফেরার শাহজাহান। একটি অডিও বার্তা ছাড়া তাঁর সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। কোথায় আছেন এই তৃণমূল নেতা, তা নিয়ে চলছে চুলচেরা আলোচনা। কেন্দ্রীয় এজেন্সি ইতিমধ্যেই এই তৃণমূল নেতার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে।
এদিন কলকাতা হাই কোর্টে সন্দেশখালি সক্রান্ত একটি জনস্বার্থ মামলা। যেখানে এই ঘটনার NIA তদন্তের দাবি করা হয়েছে। সরকারি প্রকল্পের অনুষ্ঠানে নাম না করেই এই ব্যাপারে প্রসঙ্গ উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।