পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে উড়ে এল জুতো। মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতাল থেকে পার্থের স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় এই ঘটনায় হুলূস্থুল পড়ে যায় হাসপাতাল চত্বরে। মন্ত্রীর গাড়ির দিকে জুতো ছুড়ে মারেন এক মহিলা। যদিও জুতো পার্থের গায়ে লাগেনি, গাড়িতে লেগেই পড়ে যায় জুতোটি।
জানা গিয়েছে, ওই মহিলার নাম শুভ্রা ঘোড়ুই। তাঁর বাড়ি আমতলায়। তাঁর ছোড়া জুতো পার্থের গায়ে না লাগায় মহিলার আফসোস, ‘‘জুতোটা ওর মাথায় লাগলে শান্তি পেতাম।’’
মঙ্গলবার জোকা ইএসআই থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বের করা হচ্ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন ওই মহিলা। পার্থকে দেখা মাত্রই তিনি নিজের পা থেকে দু’পাটি জুতো খুলে পর পর ছুড়ে মারেন। অবশ্য ততক্ষণে গাড়িতে উঠে পড়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। খালি পায়ে হাঁটতে হাঁটতেই হাসপাতাল চত্বর ছাড়েন ওই মহিলা।