বারাকপুরের (Barrackpore Shootout) কয়েকঘণ্টার ব্যবধানে ফের রাজ্যে শুটআউটের ঘটনা। এবার পুরুলিয়ার আদ্রা (Adra Shootout) রেল ইয়ার্ডে দুষ্কৃতীদের গুলিতে জখম ২ শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের (Adra Division) রেলইয়ার্ডে পরিত্যক্ত রেলের কামরা থাকে। সেই রেলের কামরা কেটে লোহা বিক্রির টেন্ডার ছাড়া হয়। এবার সেই টেন্ডার পেয়েছেন রামেশ্বর সিং। বর্তমানে তার শ্রমিকরা রেলইয়ার্ডে কাজ করছিল। সোমবার হঠাৎ করেই সেখানে হামলা চলে। জানা গিয়েছে বাইক করে ৪ যুবক সেই রেল ইয়ার্ডে যায়। সেখানে আততায়ীরা প্রথমে রামেশ্বর সিংয়ের খোঁজ করে। তাঁকে না পেয়ে শ্রমিকদের মোবাইল ও টাকা লুঠ করে তারা। এরপর রামেশ্বর সিংয়ের উদ্দেশে দুষ্কৃতীরা একটি চিঠি দেয় বলেও অভিযোগ। যাওয়ার সময় এলোপাথাড়ি গুলি ছোড়ে তারা। সেই গুলিতেই জখম হন ২ শ্রমিক।
আরও পড়ুন: বারাকপুরে বিরিয়ানির দোকানে এলোপাথাড়ি গুলি ২ দুষ্কৃতীর, এলাকায় উত্তেজনা
রেল শহর আদ্রাতে টেন্ডার নিয়ে ঝামেলা লেগেই থাকে। অশান্তির জেরে আগেও খুনের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই হামলার কারণও টেন্ডার।
প্রসঙ্গত সোমবার দুপুরে বারাকপুরের এক জনপ্রিয় বিরিয়ানির দোকানেও হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় জখম হয়েছেন ২ জন।