তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। ঘটনায় উত্তেজনা কামারহাটি ষষ্ঠী তলায়। জানা গিয়েছে, দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী এসে কাল্লু নামে এলাকার এক সক্রিয় তৃণমূল কর্মীর উপর আচমকাই গুলি চালায়। প্রায় ১৩ রাউন্ড গুলি চলে। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।
গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শারীরিক অবস্থার আরও অবনতি হলে ওই তৃণমূল কর্মীকে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন - বালিগঞ্জে ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা
জানা গিয়েছে, কাল্লুর হাতে ও পায়ে গুলি লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বেলঘড়িয়া থানার পুলিশ। এই শ্যুটআউটের পেছনে আদেও কোনও রাজনৈতিক কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। ওই চার দুষ্কৃতির খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ।