নদিয়ায় (Nadia Shootout ) কংগ্রেস (Congress) সমর্থকদের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি । ঘটনায় অন্তত ১৫ জন জখম হয়েছেন । তার মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন বলে খবর । অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC) । নদিয়ার নাকাশিপাড়ার গোবিপুর এলাকার ঘটনা ।
জানা গিয়েছে, সোমবার রাতে ওই এলাকায় প্রায় ১৫ জন কংগ্রেস সমর্থকদের বাড়ি প্রথমে ঘিরে ফেলে কয়েকজন দুষ্কৃতী । এরপরই বাড়িগুলির দিকে বন্দুকের নল তাক করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ । এরপর দুষ্কৃতীদের প্রতিরোধে এগিয়ে আসেন এলাকার মানুষজন । তখনই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
আরও পড়ুন, West Bengal Weather Update : স্বাধীনতা দিবসের দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া ? রইল আপডেট
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছে ১৫ জন । তার মধ্যে ৩ জন শিশু । আহত হয়েছেন পাঁচ জন । তাঁদের উদ্ধার করে প্রথমে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর ।
জখম ব্যক্তিরা জানাচ্ছেন, তাঁরা আগে তৃণমূল করতেন । কিছু দিন আগে পঞ্চায়েত ভোটের সময় তাঁরা তৃণমূল থেকে কংগ্রেস চলে আসেন । অভিযোগ, সেই ক্ষোভ থেকেই হামলা চালানো হয়েছে। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ ।