আসানসোলে ফের চলল গুলি । এবার পেট্রল পাম্পের এক মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল । তবে, নিশানা ভুল হওয়ায় একটুর জন্য প্রাণে বাঁচেন ওই মহিলা । বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুরে । ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর, এদিনে বিকেল পৌনে ৪টে নাগাদ স্কুটিতে করে তেল ভরাতে পেট্রল পাম্পে আসে তিন যুবক । ৫৫ টাকার তেল দিতে বলা হয় ওই মহিলা কর্মীকে । তেল দেওয়া শেষ হতেই আচমকা এক যুবক ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । কিন্তু, একটুর জন্য বেঁচে যান ওই মহিলা, তারপরই সেখান থেকে পালিয়ে লুকিয়ে পড়েন তিনি । তারপরই পেট্রল পাম্প থেকে চলে যায় ওই যুবকেরা । অভিযোগ, সেখান থেকে যাওয়ার সময় আরও এক রাউন্ড গুলি চালায় তারা ।
খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন । এখনও ওই দুষ্কৃতীদের কোনও খোঁজ পাওয়া যায়নি । এলাকায় তল্লাশি চালানো হচ্ছে । কী কারণে, ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হল, তাও জানার চেষ্টা করছে পুলিশ ।