লোকসভা নির্বাচনের আবহেই উত্তপ্ত হাওড়ার বাঁকড়া। পঞ্চায়েত অফিসের মধ্যেই গুলি চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের মধ্যেই।
ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে RAF নামানো হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আচমকা তিন থেকে চারজন দুষ্কৃতী মুখ ঢেকে পঞ্চায়েত অফিসের ভিতর ঢুকে পড়ে। এবং আচমকা গুলি চালায়। হুড়োহুড়ি শুরু হয় পঞ্চায়েত অফিসের ভিতরে। যদিও কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত জানা যায়নি।