কয়েক মিনিটের ব্য়বধানে উত্তর থেকে দক্ষিণে গুলি চলার ঘটনায় মৃত দুই যুবক। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনায় কোনও দুষ্কৃতী যোগ আছে কীনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু ভাটপাড়ার পর উত্তর ২৪ পরগনার জগদ্দলে গুলি-কাণ্ডে দুষ্কৃতী যোগ পরিষ্কার বলেই দাবি করেছে পুলিশ।
রোজের মতো শনিবার জুটমিলে যাবেন বলে রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন শ্যামনগরের স্থানীয় যুবক রোহিত দাস। তাঁর বাবার দাবি, রাত আড়াইটে নাগাদ রোহিতের চিৎকার শুনে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনেই পড়ে আছেন রোহিত। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রোহিতকে মৃত বলে ঘোষণা করা হয়। বাবার দাবি, করণ বলে এক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত। থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এক ঘণ্টার মধ্যেই এবার গুলি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। থানার খানিক দূরে লস্করপুরের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। তাঁর নাম ভোলা দাস। পরিবার সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।