রাজ্যের তৃণমূল সরকারকে 'রাষ্ট্রবিরোধী' বলে আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর অভিযোগ, 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষ্যে শুক্রবার তিনি নন্দীগ্রামে (Nandigram) জাতীয় পতাকা হাতে মিছিল করতে চেয়েছিলেন, কিন্তু তাতে বাধা দিয়েছে পুলিশ।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত বাইক মিছিল হওয়ার কথা ছিল। বিজেপির অভিযোগ, বাইক মিছিলে বাধা দেয় পুলিশ। বলা হয়, চাইলে পায়ে হেঁটে মিছিল করা যাবে, কিন্তু বাইক মিছিল করা যাবে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু।
Parambrata-Darshana: ইন্ডাস্ট্রিতে পরমব্রত বোন পাতালেন? এই রাখিতে দাদার কত পকেট খসল?
বিজেপি নেতা বলেন, "আমরা কি পাকিস্তানে দাঁড়িয়ে রয়েছি? এটা কি ইসলামাবাদ যে জাতীয় পতাকা হাতে বাইক মিছিলে অনুমতি নিতে হবে? তৃণমূল সরকার রাষ্ট্র বিরোধী, তাই জাতীয় পতাকা হাতে মিছিলে বাধা দিচ্ছে।"
শুভেন্দু জানান, জাতীয় পতাকা হাতে মিছিলে বাধা দেওয়ায় তিনজন আইপিএস অফিসারের নামে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ জানাবেন।