বাগুইআটি কাণ্ডে মুখ পুড়েছে সরকারের। তার মাঝেই বারাসাতে গণধর্ষণের ঘটনা। এই অভিযোগ পাওয়ার পরও কোনও পদক্ষেপ করা হয়নি! এমন অভিযোগেই ক্লোজ করা হল মহিলা থানার এসআই-কে। বাগুইআটির জোড়াখুন আবহেই ফের পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বারাসতে। অভিযোগকারিণী পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার পর অভিযুক্ত সাতজনকেই গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গত ২৬ অগস্ট একটি অভিযোগ দায়ের হয় বারাসত মহিলা থানায়। অভিযোগ ছিল মোট সাতজনের বিরুদ্ধে। ঘটনার পর প্রায় দু সপ্তাহ কেটে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। নির্যাতিতার দাবি, পুলিশ কোনও তদন্তই করেনি এতদিন ধরে। এরপর তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হলে তৎপর হয় পুলিশ। যেহেতু এই মামলায় আইন অনুযায়ী, আগে গ্রেফতার করা হয়, সেই কারণে এসআই বর্ণালী দাস-কে ক্লোজ করা হয়েছে এ দিন।
আরও পড়ুন- Baguiati Students Murder: হাতে হাতে ঘুরছে পেন, সত্যেন্দ্রর ফাঁসির দাবিতে সই সংগ্রহে এলাকাবাসী
ঘটনাটি বারাসত স্টেশন চত্বর এলাকায় ঘটেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, একই নাচের গ্রুপে ছিলেন ওই নির্যাতিতা মহিলা ও অভিযুক্ত এক যুবক। ওই যুবক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তদের শুক্রবার বারাসত আদালতে তোলা হয়।