অঙ্ক মেলেনি। জীবনের কত অঙ্কই তো মেলে না। তা বলে জীবনটাই শেষ করে দেবে ছেলে, ভাবতে পারেননি সোমনাথ সাহা-র মা। মঙ্গলবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা (Siliguri Suicide) করে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সোমনাথ। মা কাজে বেরনোর সময় ছেলে তাঁকে শেষবার বলেছিল, ‘সাবধানে যেও মা। ফেরার সময়ে সিঙ্গারা নিয়ে এসো।’ সন্ধেবেলা শিঙাড়া হাতেই বাড়ি ফিরেছিলেন মা, ছেলে ততক্ষণে আর নেই।
মনোরোগ বিশেষজ্ঞরা (psychiatrist) বলছেন, মানসিক অবসাদের জেরেই এই ঘটনা। কখনও পরিবারের চাপ এবং মানসিক অবসাদে এই ধরনের ঘটনা হয়। লকডাউনে (Lockdown) স্কুল বন্ধ থাকায় নানা কারণে মানসিক আবসাদে ভুগছিল মেধাবী সোমনাথ। টিউশন বন্ধ করে দেয়। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ঘটনার আগের দিন বন্ধুদের ফোনও করে সোমনাথ। আত্মহত্যার আগে এ ধরনের প্রবণতা দেখা যায় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
আত্মহত্যার দিনেও বাড়ির বোর্ডে অংক করেছে সোমনাথ। পরে সেই বোর্ডেই লিখেছে, "মা, আই কুইট"। মুহূর্তে শেষ করেছে জীবনের সব জটিল অংক।