এলাকায় মেধাবী ছাত্র হিসেবে নামডাক। মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর। ইচ্ছে ছিল, পদার্থবিদ্যা নিয়ে করবে উচ্চশিক্ষা। সবকিছুই থেমে গেল মঙ্গলবার রাতে। আত্মহত্যা করল শিলিগুড়ির জ্যোতিনগরের বাসিন্দা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সোমনাথ সাহা। শিলিগুড়ির উচ্চতর বালক বিদ্যালয়ের ছাত্র ছিল সে।
এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। কেন এই আত্মহত্যা (Siliguri student suicide), তার কারণ নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না। তবে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অঙ্ক মেলাতে না পেরেই আচমকা এই সিদ্ধান্ত নিয়েছিল সোমনাথ।
তার বন্ধুদের দাবি, পড়াশোনায় ঘাটতি মেনে নিতে পারত না সোমনাথ (Siliguri student suicide)। সামান্য ভুল হলেও তীব্র অবসাদে ভুগত। তার বাবা সুবীর সাহার কথায়, ‘আমরা কিছুই বুঝতে পারছি না, কেন ও একরম করল’।
মা’কে খুব ভালবাসত সে। ঘরের হোয়াইট বোর্ডে অঙ্ক করতে করতেই অঙ্ক অসমাপ্ত রেখে বড় বড় করে ‘মা, আই কুইট’ লিখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সোমনাথ। ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।