চোপড়ার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি । সালিশি সভায় এক তরুণ-তরুণীকে নিগ্রহের ভিডিয়ো দেখে শিউড়ে উঠেছে রাজ্যবাসী । যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা । ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ চড়ছে । চোপড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ঘটনা এবার শিলিগুড়িতেও । সেখানে সালিশি সভায় স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে । শুধু তাই নয়, পরিবারের দাবি, ঘটনার পরই অপমানে আত্মঘাতী হয়েছেন নিগৃহীত মহিলা । শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরাভিটা এলাকার ঘটনা । ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
কী ঘটেছে ?
জানা গিয়েছে, এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা । ওই যুবকের সঙ্গেই আট দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি । পরে স্বামীকে ফোন করে ওই মহিলা জানান, তিনি ফিরতে চান । কিন্তু ওই মহিলা স্বামীর কাছে ফিরতেই সালিশি সভায় তাঁদের ডেকে পাঠানো হয় বলে অভিযোগ । সেখানে ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, সেই অপমান সহ্য করতে না পেরেই মহিলা কীটনাশক খেয়ে আত্মঘাতী হন ।
এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিাল স্বামী । অভিযোগের ভিত্তিতে সাগর রায় ও শিবানী রায় নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ । দোষীদের শাস্তির দাবি করেছে মৃতার পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।