ইউপিআই জালিয়াতির শিকার শিলিগুড়ির এক যুবক । প্রায় ৮০ হাজার টাকা খোয়ালেন অম্লাজ্যোতি সরকার । ইতিমধ্যেই ব্যাঙ্কের নির্দেশ মেনে সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । শিলিগুড়ির চেকপোস্ট এলাকার ঘটনা ।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা অম্লান । কাজের সূত্রে থাকেন শিলিগুড়িতে । জানা গিয়েছে, তাঁর বাবা অসুস্থ । সম্প্রতি স্ট্রোক হয়েছিল, তারপর কিডনিরও সমস্যা ছিল । চিকিৎসার জন্য তাঁদের কিছুদিনের মধ্যে ব্যাঙ্গালোর যাওয়ারও কথা ছিল । বাবার চিকিৎসার জন্যই একটু একটু করে প্রায় ৮০ হাজার টাকা জমিয়েছিলেন অম্লান । এক লহমায় সব শেষ । অম্নান জানিয়েছেন, ৭৯ হাজার ১৪১ টাকা ছিল তাঁর ব্যাঙ্কে । ১৪১ টাকা বাদে বাকি সব টাকাই উধাও ।
অম্লানের কথায়, বিকেলে একটি ফোন আসে ব্যাঙ্কের টোল ফ্রি নম্বর থেকে। ফোনে জানানো হয় ৭৯ হাজার টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে। তা বাতিল করতে ৯ এবং মঞ্জুরি দিতে এক প্রেস করার জন্য। তড়িঘড়ি তিনি ৯ প্রেস করেন। কিন্তু, কোনও লাভ হয়নি ।