নবমী নিশি পেরিয়ে বিসর্জনের সকাল। বিষণ্ণতার মাঝেই একটু উদযাপনের ছুতো সিঁদুর খেলা। দশমীর সকাল থেকেই বাংলার জেলায় জেলায় চলছে সিঁদুর খেলা। ছোট পুজো, বাড়ির পুজো, আবার শহর মফঃস্বলের মন্দিরের পুজো, সবেতেই আজ বিদায়ের সুর।
কত আশা যত্ন আয়োজন এই পাঁচটা দিনকে ঘিরে, তারপরই তো আবার বছরভরের অপেক্ষা। আশ্বিনের মাঝামাঝি মহাসমারোহে এসেছিল উৎসব, তাঁকে ঘিরে কত বুক বাঁধা, কত স্বপ্ন, আশা ইচ্ছে। তাই পাঁচদিন পর বিসর্জন বেলায় মন তো কাঁদবেই। তার মাঝেও সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। বুকভরা অপেক্ষা নিয়ে আবার একটা বছরের অপেক্ষার শুরু।