কৃষকবন্ধু সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে বাধ্য়তামূলক করা হতে পারে সিঙ্গল ব্যাঙ্ক অ্য়াকাউন্ট। সূত্রের খবর, কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে এই সিদ্ধান্ত নিতে পারে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মাননিধি এবং রাজ্য সরকারের কৃষকবন্ধু সহ যে কোনও প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পাঠানো হয়। সেক্ষেত্রে জয়েন্ট অ্য়াকাউন্ট থাকলেও আর্থিক সুবিধা পেতে কোনও সমস্যা হয় না। কিন্তু এবার থেকে সিঙ্গেল অ্য়াকাউন্ট বাধ্যতামূলক করা হতে পারে।
কৃষি দফতর সূত্রে খবর, কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তাই এবিষয়ে উভয় পক্ষের তরফে আলোচনা করা হয়। এবং সরাসরি সিঙ্গেল ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে এই নির্দেশ কার্যকর করা হবে সেবিষয়ে জানা যায়নি।
সূত্রের খবর জয়েন্ট একাউন্ট থাকলে উপভোক্তা মারা যাওয়ার পরেও অন্য হোল্ডার কয়েকমাসের টাকা তুলে নিচ্ছেন। কিন্তু সিঙ্গেল অ্য়াকাউন্ট হলে সেই কাজ করা সম্ভব নয়।