এবার স্বাস্থ্যসাথী কার্ডে(Swasthya Sathi card) বড় চমক রাজ্যের। পরিবারের পাশাপাশি ‘একাকী পুরুষ’কেও স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন(Nabanna)। তবে সেক্ষেত্রে স্থানীয় পুরপিতা বা বিধায়কের থেকে একাকী-পরিবারহীন থাকার ‘বৈধ প্রমাণপত্র’ সংগ্রহ করে ফর্ম ফিল আপ করতে হবে আবেদনকারীকে। ফর্ম জমার পর সরেজমিনে খতিয়ে দেখে তবেই একাকী পুরুষের(Single Man) নামে ওই কার্ডের অনুমোদন দেওয়া হবে।
প্রাথমিকভাবে পরিবারের বয়স্ক মহিলার নামেই এই কার্ড(Swasthya Sathi Card) দেওয়া শুরু হয়। কিন্তু তাতে সমস্যায় পড়েন একাকী পুরুষরা। তাঁদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই এবার একাকী পুরুষ এবং মহিলাদের নামে দেওয়া হবে এই কার্ড। তবে তার জন্য লাগবে স্থানীয় জনপ্রতিনিধির(Local MLA) শংসাপত্র।
আরও পড়ুন- Suvendu Adhikari wants to call a counter meeting at Contai
২০২০ সালের ১ ডিসেম্বর বাড়ির প্রবীণ মহিলাদের নামেই স্বাস্থ্যসাথী কার্ড(Swasthya Sathi Card) দেওয়া হয়। কিন্তু সেখানে প্রায় ১০ লক্ষ ‘সিঙ্গল’ মানুষ আবেদন করেছিল বলেই খবর। কিন্তু সেই 'সিঙ্গল' মানুষদের সম্পর্কে খতিয়ে না দেখে স্বাস্থ্য সাথী কার্ড দিতে রাজি ছিল না নবান্ন(Nabanna)। আর তাই এবার ‘সিঙ্গল’ বা 'একাকী'-দের বাস্তব তথ্য খতিয়ে দেখেই স্বাস্থ্যসাথী দেওয়া হবে বলে খবর স্বাস্থ্যভবন সূত্রে।