রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ । এবার নগরপালের কাছে প্রাথমিক রিপোর্ট জমা করল পুলিশের বিশেষ তদন্তকারী দল । গত সপ্তাহেই নগরপালের কাছে ওই রিপোর্ট জমা পড়েছে বলে খবর । উল্লেখ্য, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে সিট গঠন করা হয়েছিল । জানা গিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরি করেন তদন্তকারী আধিকারিকরা । সেই রিপোর্টই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে জমা দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে, পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্তের স্বার্থে রাজভবনের বেশ কয়েকজন কর্মীকে তলব করেছিল । কিন্তু, তাঁরা কেউই হাজিরা দেননি বলে সূত্রের খবর । সেক্ষেত্রে, তাঁদের বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি । রিপোর্টেও তাই কর্মীদের বয়ান দেওয়া যায়নি । পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজের কিছু অংশ মিলে গিয়েছিল । সেটাও রিপোর্টে উল্লেখ করা হয়েছিল ।